Friday, November 23, 2018

আপনি কি তৈরি আছেন? Facebook বা Google এর কাছে আপনার সম্পর্কে কি পরিমাণ তথ্য রয়েছে তা জানার জন্য?




আমাদের ব্যক্তিগত জীবনের তথ্য গুলো ঠিক কত দূর চলে যায় তা আপনি জানলে অবাক হবেন। আমি চেষ্টা করব সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের সামনে নিয়ে আসবো এমন সব তথ্য যা আপনার চিন্তা ধারণার বাহিরে।  অবাক হবেন জেনে ফেসবুক এবং Google কি পরিমাণ তথ্য রাখে আপনার সম্পর্কে যা হয়ত আপনার অতি কাছের মানুষো রাখেন না।

Google জানে আপনি কোথায় ছিলেন

Google সংরক্ষণ করছে আপনার  সকল অবস্থান (যদি লোকেশন ট্রাকিং চালু থাকে) ঠিক প্রতিবার যখন আপনি মোবাইলটি চালু করেন।  আপনি দেখতে পারবেন প্রথম দিনের মোবাইল ব্যবহারের শুরু থেকে আজ পর্যন্ত আপনার সকল অবস্থানের একটি টাইমলাইন।



উপরের ছবিটিতে আয়ারল্যান্ডের একজন ভদ্রলোকের গত 12 মাসের বিভিন্ন অবস্থান লাল চিহ্নিত বিন্দু দিয়ে বোঝানো হচ্ছে। এবার আপনি আপনার অবস্থান গুলোকে খুঁজে বের করুন।

নিচের লিংকটিতে গিয়ে আপনার ইমেইল আইডি দিয়ে আপনার সকল অবস্থান দেখতে  পারবেন।
https://www.google.com/maps/timeline?pb


Google জানে আপনি সার্চ ইঞ্জিনে যা যা লিখে সার্চ দিয়েছেন এবং কি কি মুছে ফেলেছেন

Google সংরক্ষণ করে আপনার প্রতিটি ডিভাইসের সার্চ হিস্টোরি। তার মানে দাঁড়ায়  আপনি যদি কোন ডিভাইসের সার্চ হিস্টোরি মুছে ফেলেন সেসব হিস্টরি Google এর কাছে সংরক্ষণ থাকে এবং তা কখনোই মুছে  ফেলা যায় না। আপনার নিজের সার্চ হিস্টোরি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন
https://myactivity.google.com/myactivity


সার্চ হিস্টোরি

মুছে ফেলা তথ্য গুলোও গুগল রেখে দিয়েছে

Google এর কাছে আপনার জন্য একটি বিজ্ঞাপণ প্রোফাইল আছে


গুগল আপনার জন্য একটা বিজ্ঞাপণ প্রোফাইল তৈরি করে রেখছে। এই প্রোফাইলটি সম্পূর্ণ নির্ভর করে  আপনার তথ্যের উপর। এসব তথ্যের মধ্যে রয়েছেঃ আপনার অবস্থান, লিঙ্গ, বয়স, শখ, পেশা, আগ্রহ,  রিলেশনশিপ স্ট্যাটাস, আপনার ওজন, ইনকাম।


আমার বিজ্ঞাপণ প্রোফাইল

আপনার বিজ্ঞাপণ প্রোফাইল দেখতে এই লিঙ্কে ক্লিক করুনঃ
https://www.google.com/settings/ads/


Google আপনার ব্যবহার করা সমস্ত অ্যাপ্লিকেশন জানে

Google সংরক্ষণ করে আপনার প্রতিটি ব্যবহৃত অ্যাপস এবং এক্সটেনশন  গুলোর তথ্য কে। Google জানে আপনি কখন অ্যাপস ব্যবহার করছেন, কোথায় করছেন,  কাদের সাথে ব্যবহার করছেন। তার মানে দাঁড়ায় ফেসবুকে আপনি কার সাথে চ্যাট করছেন, কখন চ্যাট করছেন কি চ্যাট করছেন এবং ঠিক কখন আপনি ঘুমাতে যাচ্ছেন সকল কিছুই Googleজানে।
আপনার ব্যবহার করা সমস্ত অ্যাপ্লিকেশনের তথ্য দেখতে এই লিঙ্কে ক্লিক করুনঃ
https://security.google.com/settings/security/permissions

Google এর  কাছে আপনার ইউটিউব এর সকল  ইতিহাস রয়েছে

আপনি যতই ভিডিও দেখে হিস্টরি ক্লিয়ার করুন না কেন আসলে কোন লাভ নেই। হয়তো বা কিছুক্ষণের জন্য আপনার ডিভাইসের হিস্টরি ক্লিয়ার হবে কিন্তু বসের কাছে সব তথ্যই থেকে যায়।



আপনার ইউটিউব এর সকল  ইতিহাস দেখতে এই লিঙ্কে ক্লিক করুনঃ
https://www.youtube.com/feed/history/search_history

Google কাছে আপনার সম্পর্কে যে সকল ডাটা রয়েছে তা দিয়ে লক্ষ্য লক্ষ্য শব্দের ডকুমেন্ট তৈরি করা যাবে।

এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে সকল তথ্য Google আপনার কাছ থেকে নিয়েছে সেগুলো কি দেখার সুযোগ আপনার রয়েছে?  উত্তর হ্যাঁ রয়েছে। Google আপনাকে সেই সুযোগটি দিচ্ছে। আপনি যদি Google কাছে রিকোয়েস্ট করেন তাহলে আপনাকে একটি ফাইল ধরিয়ে  দিবে। ফাইলটির সাইজ কয়েক জি বি হতে পারে।
ফাইলটিতে যে সকল তথ্য থাকবেঃ
  • Bookmarks
  • Email
  • Contacts
  • Google Drive files
  • YouTube videos  information
  • Photos  যা আপনি আপনার ফোন দিয়ে তুলেছেন
  • Googleএর  মাধ্যমে যে সকল Businesses করেছেন
  • Google এর মাধ্যমে যে সকল Products  ক্রয় করেছেন
  • Calendar
  • Google hangout sessions
  • আপনার Location history
  • যে সকল music আপনি শুনেছেন
  • Google books  আপনি ক্রয় করেছেন
  • যে সকল Google groups আপনি যুক্ত আছেন
  • যে সকল websites  আপনি তৈরি করেছেন
  • যে সকল phones  আপনি ক্রয় করেছেন
  • যে সকল pages আপনি শেয়ার করেছেন
  • আপনি দিনে কত কদম হেঁটেছেন

ইমেইল এর একটি তথ্য যেখানে স্প্যাম ইমেইল ও বাদ যায়নি

আপনার নিজের সকল  তথ্য দেখতে এই লিঙ্কে ক্লিক করুন
https://www.google.com/takeout

ফেসবুকের কাছেও আপনার সম্পর্কে  অগণিত তথ্য রয়েছে

ফেসবুকও Google এর  মতোই আপনার সকল তথ্য ডাউনলোড করার একটি অপশন দিয়েছে।  যেখান থেকে আপনার সম্পর্কে আপনি অনেক তথ্য পেতে পারেন।
আপনি কাকে মেসেজ করেছেন  কাদের সাথে আপনার কথা হয় কাকে মেসেঞ্জারে কল করেন, কোন মেসেজ গুলো আপনি ডিলিট করে দিয়েছেন।  কোন টিউনে আপনি লাইক দিয়েছেন। আপনার সকল স্ট্যাটাস, ভিডিও শেয়ারিং, অডিও শেয়ারিং, টিউমেন্ট সবকিছুই আপনি ডাউনলোডকৃত সে ফাইলটিতে পেয়ে যাবেন। একটি বিষয় লক্ষণীয় আপনি যদি ভাবেন আপনার ফাইলে যে সকল স্ট্যাটাস, ম্যাসেজ ডিলিট করে দিয়েছিলেন তা থাকবে না তাহলে আপনি বোকার রাজ্যে বসবাস করছেন। ডিলিটকৃত  সকল তথ্য পেয়ে যাবেন সেই ফাইলটিতে।
ফেসবুক ইনফরমেশন[/caption]
ফেসবুকের কাছে আপনার তথ্য পেতে  এই লিঙ্কে ক্লিক করুন


ফেসবুক আপনার স্টিকার থেকে আপনার লগইন অবস্থান সবকিছু সংরক্ষণ করে

ফেসবুক আপনার সকল চিন্তা, ধারণা, আগ্রহ  কে সংরক্ষণ করে। এমনকি আপনি আপনার বন্ধুর সাথে কি বিষয় নিয়ে কথা বলছেন সেই বিষয়টিও  সংরক্ষন করে থাকে। প্রত্যেকবার আপনার লগইন এর জায়গা কোথায় থেকে লগইন করছেন, কোন সময় লগইন করছেন, এবং কোন ডিভাইসের মাধ্যমে লগইন করছেন সে  সকল তথ্য ফেসবুক সংরক্ষনে রাখে। ফেসবুক আরো সংরক্ষণ করে আপনার সকল অ্যাপ্লিকেশন যা ফেসবুক দিয়ে কানেক্টেড। যা দিয়ে আপনার আগ্রহ, আপনার রাজনৈতিক মতাদর্শ, আপনি কি সিংগেল  নাকি সিঙ্গেল না বা আপনি কোন ফোনটি ইউজ করছেন সকল তথ্য ফেসবুক জানে।

তারা আপনার ওয়েবক্যাম এবং মাইক্রোফোন অ্যাক্সেস করতে পারে
সবচাইতে ভয়ংকর বিষয়টি এখন আপনাদের সামনে তুলে ধরবো। আপনার লোকেশন ট্রাকিং করা বা আপনি কোন সফটওয়্যার টি ইন্সটল করেছেন এবং তা  কখন ব্যবহার করছেন এবং কিসের জন্য ব্যবহার করছেন তা তাদের কাছে জানা আছে। আপনার ওয়েব ক্যামেরার এক্সেস নেওয়া এবং মাইক্রোফোনের অ্যাক্সেস নেওয়া, আপনার লোকাল টাইম, আপনার সকল কন্টাকস, আপনার ই-মেইল, আপনার কল হিস্টরি, সকল মেসেজ যেগুলো আপনি পাঠিয়েছেন বা রিসিভ করেছেন, যে সকল ফাইল ডাউনলোড করেছেন, যে সকল গেম খেলেছেন আপনার ছবি এবং ভিডিও আপনার শোনা গান, আপনার সার্চ হিস্টোরি, আপনার ব্রাউজিং হিস্টরি এবং আপনি কোন রেডিও স্টেশনে গান শুনেছেন সকল তথ্য তারা অ্যাক্সেস করতে পারে।



এই আর্টিকেলটি  Dylan Curran এর লিখা  “Are you ready? Here is all the data Facebook and Google have on you” থেকে অনুবাদ করা হয়েছে। যা  the guardian পত্রিকায় ৩০ শে মার্চে, ২০১৮ তে প্রকাশ করা হয়েছিল।

Thursday, November 22, 2018

SSC exams start 2 Feb


২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। আজ বৃহস্পতিবার এই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষার এই সময়সূচি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখা যাচ্ছে। সময় সূচিতে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে। সাধারণত ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়। কিন্তু আগামী ১ ফেব্রুয়ারি শুক্রবার। এ জন্য একদিন পর পরীক্ষা শুরু হচ্ছে। সময়সূচিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার কক্ষে গিয়ে নিজ আসনে বসতে হবে। প্রথমে প্রশ্নপত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ ও পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

The Secondary School Certificate (SSC) and its equivalent examinations of 2019 will begin on 2 February next, according to UNB. The education ministry published the exam schedule on Thursday. The detailed schedule of the SSC exams is available on the website of Dhaka Education Board.

Wednesday, November 21, 2018

ঘরে বসেই অনলাইনে আবেদন করে কাউন্সিলর অফিসের সকল সনদ পেতে পারেন আপনি

বাংলাদেশের যেকোনো নাগরিক এখন ঘরে বসেই অনলাইনে আবেদন করে কাউন্সিলর অফিসের সকল সনদ পেতে পারেন ঘরে বসেই। 
সনদ


যে সকল সনদ পাওয়া যাবেঃ

  1. উত্তরাধিকার সনদ
  2. চারিত্রিক সনদ
  3. জাতীয়তা সনদ
  4. অবিবাহিত সনদ
  5. পুনঃবিবাহ সনদ
  6. বিবিধ সনদ
সনদগুলো  বাংলা এবং ইংরেজি এই দুই ভাষায় ঘরে বসে অনলাইন আবেদনের মাধ্যমে পেতে পারেন। আপনি নিজে গিয়ে অথবা আপনার বর্তমান ঠিকানায় এই সেবাটি স্বল্প মূল্যে  পেতে পারেন। 

এই সেবাটি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে এই ওয়েব এপ্লিকেশন এ রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনার প্রয়োজনীয় তথ্যাদি যেমন - আপনার নাম, মোবাইল ফোন নম্বর, আপনার গোপন পাসওয়ার্ড দিতে হবে।

উত্তরাধিকার সনদ গ্রহণের জন্য প্রয়োজনীয় সংযুক্তি সমূহ:
  1. আপনার ছবি 
  2. আপনার ভোটার আইডি
  3. আপনার পিতা মাতার নাম
  4. আপনার বর্তমান ঠিকানা
  5. আপনার স্থায়ী ঠিকানা
  6. মৃত ব্যক্তির বিবরণ
  7. ওয়ারিশ গণের বিবরণ

আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে আজই ভিজিট করুন

prottoyon


#প্রত্যয়নপত্র কাউন্সিলরসনদ

Sunday, November 18, 2018

আজ প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী শুরু


পঞ্চম শ্রেণীতে প্রাথমিক ও মাদরাসায় ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আজ রোববার থেকে শুরু হচ্ছে। গত বছর সব ক’টি বিষয়ের বহু নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) ফাঁস হওয়ায় এবারের সমাপনীতে তা বাদ দেয়া হয়েছে। ফলে পরীক্ষার্থীদের ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ নম্বর করে মোট ৬০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। 
মন্ত্রণালয় সূত্র জানায়, পরীক্ষার প্রশ্নের নিরাপত্তায় এবার শিক্ষা বোর্ডগুলোর অভিজ্ঞতা কাজে লাগানোর নির্দেশ দেয়া হয়েছে। ফলে এবার প্রশ্নের নিরাপত্তায় বিশেষ জোর দেয়া হয়েছে। দেশের অভ্যন্তরে দুর্গম এলাকা হিসেবে চিহ্নিত ২০৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, পরীক্ষার দায়িত্ব পালনে ন্যূনতম অবহেলা বা অনিয়মের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। 
উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পাবলিক পরীক্ষায় কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন (বিশেষ করে স্মার্ট ফোন) ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। ট্রেজারি থেকে প্রশ্ন সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত ছাড়া অন্য কেউ প্রশ্ন সংগ্রহ না করা এবং প্রশ্ন খোলার সময় তিনজন দায়িত্বপ্রাপ্তের উপস্থিতি নিশ্চিত করা ইত্যাদি। 
প্রশ্ন ফাঁস ঠেকাতে এবারো দেশের ৬৪ জেলাকে আটটি অঞ্চলে ভাগ করে আট সেট প্রশ্নে সমাপনী পরীক্ষা নেয়া হবে। কোন জেলা কোন অঞ্চলে থাকবে প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই’র) শীর্ষ কর্মকর্তারা গোপনীয়তার সাথে নির্ধারণ করবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয় ও ডিপিই’র কর্মকর্তারা। মন্ত্রণালয় সূত্র জানায়, আট অঞ্চলের জন্য নির্ধারিত প্রশ্নপত্র ইতোমধ্যে জেলায় জেলায় পাঠানো হয়েছে। কোনো জেলার প্রশ্ন ফাঁস হয়ে গেলে শুধু ওই জেলার শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থাকে। কারণ পাশের জেলাটি কোন অঞ্চলে পড়েছে তা গুটিকয়েকজন শীর্ষ কর্মকর্তা ছাড়া অন্যদের জানা নেই। প্রশ্ন ফাঁস ঠেকাতে ৩২ সেট প্রশ্নের মধ্য থেকে লটারির মাধ্যমে আট সেট প্রশ্ন বাছাই করে ছাপানো হয়েছে। ডিপিই সূত্রে জানা গেছে, লটারির মাধ্যমে আটটি অঞ্চলে আটটি করে জেলাকে নির্ধারণ করা হয়েছে। প্রতিটি পরীক্ষার দিন এসব জেলার হিসাব পাল্টে যাবে। সে অনুযায়ী অঞ্চলভিত্তিক বিভিন্ন পরীক্ষার প্রশ্নের সেট নির্দিষ্ট জেলায় পাঠানো হয়েছে।
মন্ত্রণালয় ও ডিপিই’র দেয়া তথ্যানুসারে, এবারের (প্রাথমিক ও ইবতেদায়িতে) সমাপনী পরীক্ষায় ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন খুুদে শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে রয়েছে প্রাথমিকে ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন এবং ইবতেদায়িতে তিন লাখ ১৭ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় প্রাথমিকে ২৮ হাজার ৮২৬ জন কম। ইবতেদায়িতে গত বছরের তুলনায় ২৩ হাজার ৪৭২ জন ছাত্রছাত্রী বেশি। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা, ২০১৮-এ ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা দুই লাখ ১৯ হাজার ৭৮৬ জন বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে তিন হাজার ২৯৪ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে, এরা অতিরিক্ত ৩০ মিনিট সময় বেশি পাবে।
ঘোষিত পরীক্ষাসূচি অনুযায়ী শুরুর দিন আজ প্রাথমিক ও ইবতেদায়িতে ইংরেজি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত দেশের সাত হাজার ৪১০টি স্কুল ও মাদরাসা এবং বিদেশের ১২টি কেন্দ্রে সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়। আর ২০১০ সাল থেকে ইবতেদায়িতে এ পরীক্ষা হচ্ছে। প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল দেয়া হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে শিশুদের এই পরীক্ষার ফল দেয়া হচ্ছে। আগে এ পরীক্ষার সময় ছিল দুই ঘণ্টা। ২০১৩ সাল থেকে পরীক্ষার সময় আধঘণ্টা বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়েছে।
প্রাথমিক সমাপনীর পরীক্ষাসূচি 
আজ ১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা।
ইবতেদায়ি সমাপনীর পরীক্ষাসূচি
আজ ১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর কুরআন ও তাজবিদ এবং আকাইদ ও ফিকাহ।
courtesy: nayadigonto 

Saturday, November 17, 2018

আপনার ব্যবসার জন্য ওয়েবসাইট কেন দরকার?

http://codemapit.com/


একুশ শতকে কম্পিউটার আমাদের জীবনকে আমূল বদলে দেয়ার পাশাপাশি বদলে দিয়েছে আমাদের প্রচলিত অনেক ধারনাকেও। যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব সাধন করেছে ইন্টারনেট। পৃথিবী আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি সচেতন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্যে একটি ওয়েবসাইট অপরিহার্য্য। পৃথিবীব্যাপী মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট বিভিন্ন ব্যক্তি, সংস্থা এবং প্রতিষ্ঠানের ভার্চুয়াল মুখপত্র অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। যেসব প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট নেই সেসব প্রতিষ্ঠানকে আজ আর স্মার্ট বলা হচ্ছে না। ওয়েবসাইট হচ্ছে এমন একটি প্রচার মাধ্যম যেখানে একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান অত্যন্ত স্বল্প সময়ে স্বল্প খরচে বেশি সংখ্যক মানুষের কাছে নিজেকে কিংবা তার পণ্য / সেবার বিস্তারিত বিবরণ তুলে ধরতে সক্ষম। একটি ওয়েবসাইট যে কোন প্রতিষ্ঠানের অফিসিয়াল মুখপত্র হিসেবে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। বর্তমানে ইন্টারনেটের সহজলভ্যতার কারনে গ্রাহক বাসায় বসেই জানতে পারছে বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন পণ্যের মুল্যসহ বিস্তারিত তথ্য কিংবা সার্ভিস চার্জসহ সেবাসমূহের ব্যপারে। অত্যন্ত স্বল্প সময়ে বেশি সংখ্যক মানুষের কাছে প্রতিষ্ঠানের পণ্য / সেবার বিস্তারিত বিবরণ দ্রুত পৌছে দিতে সক্ষম বলেই ওয়েবসাইট বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই আজ প্রতিটি আদর্শ ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট থাকা অপরিহার্য্য। ইচ্ছে থাকা সত্ত্বেও বহুপ্রতিষ্ঠান ওয়েবসাইট বানাতে পারছে না অত্যাধিক খরচের কারনে। দেশের তৃণমূল পর্যায়ে ওয়েবসাইটকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আমাদের যাত্রা শুরু। ছোট ও মাঝারি আকারের ব্যবসা প্রতিষ্ঠানের জন্যে আমরা অফার করছি অত্যন্ত সহজলভ্য ওয়েব ডিজাইন প্যাকেজ। পৃথিবীরসবচেয়ে কম মুল্যে টপ লেভেলডোমেইনসহ ৫-১০ পেইজের আন্তজার্তিক মানের ডিজাইনকৃত ওয়েবসাইট সেবা দিচ্ছে  বেশকিছু প্রতিষ্ঠান। ফলে শুধুমাত্র কোন প্রতিষ্ঠান বা সংস্থা নয়; এখন ইচ্ছে করলে আপনিও ব্যক্তিগতভাবে একটি ওয়েবসাইটের গর্বিত মালিক হতে পারেন।





For More Details Codemapit

Wednesday, November 14, 2018

কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পার্থক্য

Difference between Computer Science and Computer Engineering

আমাদের কাছে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শব্দটি খুবই কমন। কিন্তু আমরা সবাই হয়ত কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে মৌলিক পার্থক্য গুলো জানি না।  আমি আপনাদের কাছে তুলে ধরবো মৌলিক পার্থক্য গুলো।আমাদের মধ্যে অনেকে আছে যে উচ্চশিক্ষায় কোন বিষয়টি নিয়ে পড়বে তা নিয়ে দ্বিধায় ভোগে। আপনি যদি সেই সিদ্ধান্তহীনতায় বা দ্বিধায় ভোগে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনাকে আপনার দ্বিধা দূর করবে।
এই আর্টিকেলটি আপনাকে দিবে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে মৌলিক পার্থক্য গুলো।

কম্পিউটার সাইন্স কি?
অন্যান্য সাইন্স ডিগ্রী মতো কম্পিউটার সাইন্সে কম্পিউটার থিওরি , অ্যালগোরিদম কম্পিউটেশনাল সিস্টেম এ সব শেখানো হয়।আপনি বলতে পারেন যে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটারের গতিপথ এবং ভবিষ্যৎ কি হবে এবং এর অ্যাপ্লিকেশনগুলি বলবে।এখানে আপনি অনেক প্রোগ্রামিং করবেন বিভিন্ন ভাষার এবং সাথে অনেকগুলো প্রজেক্ট করবেন।
কম্পিউটার সাইন্স  প্রোগ্রামে আপনাকে যা শেখানো হবে
  1. প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ।যেমন সি ,সি প্লাস প্লাস ,জাভা
  2. ডিজিটাল ইলেকট্রনিক্স
  3. ডাটা স্ট্রাকচার
  4. বিচ্ছিন্ন গণিত
  5. কম্পিউটার অরগানাইজেশন এবং আর্কিটেকচার
  6. অপারেটিং সিস্টেম




কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কি?
ইঞ্জিনিয়ারিং বলতে বোঝায়  আপনার প্রফেশন সম্পর্কে সকল বিষয়ে সঠিক তথ্য জানা।এর মানে দাঁড়ায় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বলতে বুঝায় দুটি বিষয়কে হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার। এটা সত্য যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং মূলত মিলিত করে কম্পিউটার সায়েন্স এবং  ইলেকট্রনিকাল ইঞ্জিনিয়ারিংকে। এখানে আপনি শিখবেন কোডিং এবং সাথে সাথে সাবজেক্ট  সম্পর্কিত ইলেকট্রনিক্স মানে হার্ডওয়ার।
কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে আপনাকে  যা যা শেখানো হবে
  1. ক্লাউড কম্পিউটিং
  2. কম্পাইলার ডিজাইন
  3. কম্পিউটার আর্কিটেকচার এবং অর্গানাইজেশন
  4. কম্পিউটার নেটওয়ার্ক
  5. ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
  6. ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম
  7. অ্যালগোরিদমের ডিজাইন এবং এনালাইসিস
  8. ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং সিস্টেম
  9. অপারেটিং সিস্টেম
  10. সফটওয়্যার টেস্টিং

courtesy: techworm

বাংলা ব্যাকরণ (নবম ও দশম শ্রেণি) Bangla Bakaron Class 9-10




মি. ৪২০ সুমন্ত আসলাম

সব কিছু কেমন যেন পাল্টে যায় অর্ণকের, হঠাই । অবশ্য এই পাল্টে যাওয়াটা এমনি এমনি হয় না, একটা কারণও আছে এর, খুবই সাধারণ কারণ। কিন্তু তার কাছে সেটাই অসাধারণ । প্রতিবেশী যে ভদ্রলোককে অর্ণক ভাই বলে ডাকত, তাকে সে এখন আঙ্কেল বলে ডাকে; ভার্সিটি থেকে ফির যে বিল্ডিংয়ের সামনে সে এক মুহূর্তের জন্য দাড়াত না, সেখানে সে এখন পায়চারি করে; আগে যে চুলগুলো উস্কোবুস্কো করে রাখত, সেটা এখন ভদ্রগোছের করে কাটে। আরো কত কী ! কিছুদিন পর অর্ণক খেয়াল করেনা, সে কেবল নিজেই পাল্টে যায়নি, বড় ভাইয়ের মতো তার রুমমেট কিছলু ভাইও পাল্টে গেছেন, পাল্টে গেছে বাড়িওয়ালার মেয়ে শিমুও। এবং সত্যি কথাটা হচ্ছে—এই পাল্টে যাওয়া, এই বদলে যাওয়া, সব কিছুই কেমন যেন মজার । হ্যা, মজার, আনন্দের এবং উচ্ছলতার। অর্ণকের সেই অসাধারণ কারণকে নিয়েই এতসব মজার কাণ্ড? না, আরো অন্য কোনো কারণ আছে? যাই হোক, অদ্ভুত সব মজার কাণ্ড নিয়েই মিস্টার ৪২০ আশ্চর্যের ব্যাপার হলো —যার জন্য অর্ণকের এই পাল্টে যাওয়া সেই তাকে নাম দিয়েছে-৪২০, মিস্টার ৪২০।



Courtesy : Boighor


Tuesday, November 6, 2018

Top 5 free education websites that change your student life

Top 5 websites providing free education to students


EdX          

edX is a massive open online course provider. It hosts online university-level courses in a wide range of disciplines to a worldwide student body, including some courses at no charge. It also conducts research into learning based on how people use its platform.


Coursera

Coursera is an online learning platform founded by Stanford professors Andrew Ng and Daphne Koller that offers courses, specializations, and degrees.


Howcast

Howcast is a website that provides instructional short-form how-to video and content that combines practical information with various filmmaking techniques such as humor, claymation and animation.


KHAN ACADEMY

Khan Academy has provided more than 3200 videos that famously make it easy to learn tough concepts. The offerings are heavy on math and science, including computer science. Courses are at the Kindergarten through 12th-grade level

ACADEMIC EARTH

Academic Earth rounds up online courses from accredited universities and provides them free of charge. A reading of the first and second-to-the- last subjects might interest E4C members: They are Art & Architecture and Technology & Innovation.

Monday, November 5, 2018

Current Affairs November 2018 | Professors Prokashon





ওরাকল ব্যাংক ভাইভা | Oracle Bank Viva | Oracle Publications


ওরাকল ব্যাংক ভাইভা
ওরাকল পাবলিকেশন্স



প্রফেসর ভাইভা ফর ব্যাংক প্রফেসর'স পাবলিকেশন্স


নামঃ প্রোফেসর’স ভাইভা ফর ব্যাংক
প্রোফেসর প্রকাশন
পৃষ্ঠাঃ ৪৫৫
কভার, স্ক্যান ও এডিটঃ বইঘর
সাইজঃ ২৩.৭ মেগাবাইট
রেজুলেশনঃ ৬০০ ডিপিআই




স্যাটেলাইট কি?


স্যাটেলাইট
স্যাটেলাইট



স্যাটেলাইট

স্যাটেলাইট শব্দের অর্থ উপগ্রহ আমরা জানি চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ তাহলে স্যাটেলাইট বলতে কি নতুন কোনো চাঁদ কে বুঝানো হয় ? আসলে চাঁদ হল পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ আর মানুষ তৈরি করেছে কৃত্রিম উপগ্রহ । যা চাঁদের মতই পৃথিবীকে প্রদক্ষিণ করে , তবে চাঁদ পৃথিবীকে মাসে একবার প্রদক্ষিণ করে। কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীর 24 ঘন্টায় এক দিনে একবার করে প্রদক্ষিণ করে এর কারণ হলো পৃথিবী থেকে উপগ্রহগুলোর দূরত্বের উপর এর পৃথিবীকে প্রদক্ষিণ সময় নির্ভর করে । পৃথিবী থেকে যদি মাত্র 130 মাইল দূরত্বে কোন উপগ্রহ বা স্যাটেলাইট কে স্থাপন করা যায় তাহলে সেটি মাত্র 90 মিনিটে পৃথিবীতে একবার ঘুরে আসতে পারে। চাঁদ পৃথিবী থেকে প্রায় দুইশ চল্লিশ হাজার মাইল দূরত্বে অবস্থিত তাই দূরত্ব অনেক বড় এবং পৃথিবীকে প্রদক্ষিণ এর সময় লাগে এক মাস। কিন্তু কৃত্রিম উপগ্রহ তাদের সেবার সুবিধার্থে পৃথিবী থেকে প্রায় 23 হাজার মাইল দূরত্বে স্থাপন করা যায় যার ফলে এটি পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 24 ঘন্টা।
স্যাটেলাইট
স্যাটেলাইটের ভিতরের ছবি



পৃথিবীর চারদিকে  প্রদক্ষিণের জন্য বায়ুমণ্ডলের  বাহিরে নির্দিষ্ট কক্ষপথে স্থাপিত বিশেষ ধরনের তারবিহীন ট্রান্সমিটার/  রিসিভার সংযুক্ত করে স্থাপিত সেটআপ হলো আধুনিক স্যাটেলাইট । বর্তমানে স্যাটেলাইট ব্যবহৃত হচ্ছে আবহাওয়া পূর্বাভাস, টেলিভিসন সম্প্রচার ও যোগাযোগ , ইন্টারনেট যোগাযোগ এবং বিভিন্ন যোগাযোগমূলক কাজে ।যোগাযোগের জন্য ব্যবহৃত স্যাটেলাইট গুলোকে বলা হয় কমিউনিকেশন স্যাটেলাইট. বিভিন্ন ধরনের গোপন মিশন পরিচালনা জাতীয় নিরাপত্তা সাথে সম্পর্কিত ক্ষেত্রগুলোতে স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবহার করা যায়।

কিউ আর কোড কি?


কিউ আর কোড বা কুইক রেসপন্স কোড এক ধরনের ম্যাট্রিক্স বা 2Dবারকোড । সহজে বলতে গেলে আমাদের বহু পরিচিত বারকোড একটি উন্নত সংস্করণ। কিউ আর কোড মেসেজ নাম্বার অক্ষর দিয়ে তৈরি এখানে সাইটের ইউ আর এল ফোন নাম্বার ইত্যাদি ছবির আকারে ইন কোড করে রাখা হয়।এটি প্রথম ডিজাইন করে জাপানের জনপ্রিয়  অটোমোবাইল টয়োটা কোম্পানি অধীনস্থ ডেনসো এবং তা পরে সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে।


কিছু জনপ্রিয় কিউ আর কোড তৈরীর সাইটঃ



বারকোড কি জানুন



বারকোড

বারকোডঃ

বারকোড হল মেশিনে তৈরি এক প্রকার সাংকেতিক কোড। বারকোডের জনক বিজ্ঞানী মোর্স। বড় বড় শপিং মলে শপিং করতে গেলে আপনি দেখবেন জিনিসের সাথে লাগানো একটি ছোট কাগজে  যেখানে দাম লেখা আছে তার একটু ওপরে কালো কালো দাগ দেওয়া থাকে এটি হলো বারকোড । একটি ছোট যন্ত্র কম্পিউটারের সাথে কানেক্ট করা থাকে যার মধ্যে থাকে লাল আলো সেই আলো কালো দাগ গুলোর উপর ধরলেই  কম্পিউটারে জিনিসটির নাম এবং মূল্য চলে আসে । মূলত যাতে বড় কোন হিসাব করতে ভুল না হয় সেজন্য বারকোড ব্যবহার হয়

কিছু বারকোড তৈরীর সাইট লিঙ্কঃ






বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) govt jobs


জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ৪ নভেম্বরের অনুষ্ঠিতব্য সকল বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত করা ওই দিনের পরীক্ষা আগামী ৫ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। রোববার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাবির ‘ঘ’ ইউনিটের পুনঃপরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড শুরু ৫ নভেম্বর


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগে বাতিল হওয়া পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু হবে আগামী ৫ নভেম্বর। ওই দিন বিকেল পাঁচটা থেকে পরীক্ষার দিন ১৬ নভেম্বর বেলা দুইটা পর্যন্ত প্রবেশপত্র বিতরণ করা হবে। ‘ঘ’ ইউনিটের ১২ অক্টোবরের উত্তীর্ণ ১৮ হাজার ৪৬৩ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ‘ঘ’ ইউনিট পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক সাদেকা হালিম প্রথম আলোকে বলেন, ‘ঘ’ ইউনিটের আগের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগের মতোই নতুন একটি প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এই প্রবেশপত্রে আগের পরীক্ষার রোল নম্বরটি বহাল থাকবে।’ প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগের মুখে বাতিল হওয়া ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ নভেম্বর। ওই দিন বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রচলিত পদ্ধতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমিটির এক সভায় প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগে আলোচিত ‘ঘ’ ইউনিটের ১২ অক্টোবরের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পরীক্ষা আবার নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে ২৬ অক্টোবর পুনঃপরীক্ষার তারিখ ঘোষণা করা হয়।

জেএসসি–জেডিসির স্থগিত পরীক্ষাটি হবে ৯ নভেম্বর


jsc_jdc_exam
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল পরীক্ষায় (জেডিসি) অংশগ্রহণকারী ২৮ লাখ ৬৮ হাজার পরীক্ষার্থীর প্রতীক্ষার অবসান হচ্ছে আগামী ৩০ ডিসেম্বর (শনিবার)। ওই দিন এ দুটি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার জানান, ৩০ ডিসেম্বর ফল প্রকাশের প্রস্তাব দিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। তিনি সময় দিলে ওইদিনই ফল প্রকাশ করা হবে। একই সঙ্গে সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে আগামী ২০১৮ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক উদ্বোধন করবেন।
রেওয়াজ অনুযায়ী, ৩০ ডিসেম্বর সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে জেএসসি-জেডিসির ফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা পরে শিক্ষামন্ত্রী নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
গত ১ নভেম্বর থেকে সারাদেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়। সারাদেশে সাধারণ ৮টি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষা নেয়া হয়; শেষ হয় ১৮ নভেম্বর। এবার জেএসসি-জেডিসির ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন পরীক্ষার্থীর মধ্যে ছিল ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন ছাত্রী ও ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ জন ছাত্র।
আট বোর্ডের অধীনে এবার জেএসসিতে ২০ লাখ ৯০ হাজার ২৭৭ জন এবং মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে তিন লাখ ৭৮ হাজার ৫৪৩ জন পরীক্ষা দেয়। গত বছর এ পরীক্ষায় ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন অংশ নিয়েছিল। এবার পরীক্ষার্থী বেড়েছে ৫৬ হাজার ৪৫ জন।
জেএসসিতে এবার ৯৬ হাজার ২১২ জন ও জেডিসিতে ১৪ হাজার ৩৬৭ জন অনিয়মিত পরীক্ষার্থী অংশ নেয়। বিদেশের ৯টি কেন্দ্রে ৬৫৯ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষা দেয়। গত বছর এক থেকে তিন বিষয়ে যারা অকৃতকার্য হয়েছিল, তারা এবার পরীক্ষা দিয়েছে।
এবারও বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া অন্য সব বিষয়ের পরীক্ষা হয়েছে সৃজনশীল প্রশ্নপত্রে। শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্মমুখী শিক্ষা এবং চারুকলা বিষয়ের পরীক্ষা হয়নি। বছরজুড়ে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে এসব বিষয়ের নম্বর শিক্ষা প্রতিষ্ঠান থেকে বোর্ডে সরবরাহ করা হয়েছে।