Skip to main content

Posts

Showing posts from February, 2019

ইলুমিনাতির লোগতে পিরামিডের ছবি থাকে কেন?

লেখক ঃ   Rafat Nur ইলুমিনিতি নিয়ে অনেকের মাঝেই ভুল ধারনা রয়েছে, অবশ্য এতে তাদের দোষ নেই কারন ইলুমিনিতি নিজেই ২২ শত ভিন্ন ভিন্ন তথ্য নিজেদের বেপারে অনলাইনে ছড়িয়ে রেখেছে যাতে মানুষ বিভ্রান্ত হয়! ঘটনার শুরু বহু বছর পুর্বে, সোলাইমান আঃ এর সময়ে। আমি নিজের ভাষায় বিষয়টি তুলে ধরার চেস্টা করবো। পুর্বেই বলে রাখি মুসা আঃ উপর নাযিল হওয়া গুরুত্বপুর্ন ১০ টি আদেশ একটি নিরাপদ বাক্সে সংরক্ষন করা হয়েছিলো, যা টেন কমান্ড নামে ইতিহাসে পরিচিত! এই দশটি আদেশ দুটি পাথরের টুকড়ার উপর খোদাই করে লিখিত হবার পরে স্বর্নের পাতে মোড়ানো একটি বাক্সে সংরক্ষন হচ্ছিলো যা ইতিহাসে আর্ক অফ দা কোভান্যান্ট নামে পরিচিত! জনশ্রুতি রয়েছে এই আর্ক অফদা কোভান্যান্ট যে জাতীর হাতে থাকবে সে জাতী পৃথিবীতে রাজ করবে, কারন এই আর্ক অফ দা কোভান্যান্ট এর রয়েছে ঐশ্বরিক শক্তি ও ক্ষমতা ! সোলাইমান আঃ সৃস্টিকর্তা হতে আদিস্ট হলেন একটি সুরক্ষিত উপসানলয় প্রস্তুত করে তার মধ্যে আর্ক অফদা কোভান্যান্ট সংরক্ষন করার এবং সৃস্টি কর্তা হতে উপাসনালয় গৃহটি নির্মানের নকশা প্রেরন করা হযরত সোলাইমান আঃ এর কাছে! এটি কোন সাধারন নকশা ছিলো না! গৃহনি