স্যাটেলাইট কি?


স্যাটেলাইট
স্যাটেলাইট



স্যাটেলাইট

স্যাটেলাইট শব্দের অর্থ উপগ্রহ আমরা জানি চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ তাহলে স্যাটেলাইট বলতে কি নতুন কোনো চাঁদ কে বুঝানো হয় ? আসলে চাঁদ হল পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ আর মানুষ তৈরি করেছে কৃত্রিম উপগ্রহ । যা চাঁদের মতই পৃথিবীকে প্রদক্ষিণ করে , তবে চাঁদ পৃথিবীকে মাসে একবার প্রদক্ষিণ করে। কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীর 24 ঘন্টায় এক দিনে একবার করে প্রদক্ষিণ করে এর কারণ হলো পৃথিবী থেকে উপগ্রহগুলোর দূরত্বের উপর এর পৃথিবীকে প্রদক্ষিণ সময় নির্ভর করে । পৃথিবী থেকে যদি মাত্র 130 মাইল দূরত্বে কোন উপগ্রহ বা স্যাটেলাইট কে স্থাপন করা যায় তাহলে সেটি মাত্র 90 মিনিটে পৃথিবীতে একবার ঘুরে আসতে পারে। চাঁদ পৃথিবী থেকে প্রায় দুইশ চল্লিশ হাজার মাইল দূরত্বে অবস্থিত তাই দূরত্ব অনেক বড় এবং পৃথিবীকে প্রদক্ষিণ এর সময় লাগে এক মাস। কিন্তু কৃত্রিম উপগ্রহ তাদের সেবার সুবিধার্থে পৃথিবী থেকে প্রায় 23 হাজার মাইল দূরত্বে স্থাপন করা যায় যার ফলে এটি পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 24 ঘন্টা।
স্যাটেলাইট
স্যাটেলাইটের ভিতরের ছবি



পৃথিবীর চারদিকে  প্রদক্ষিণের জন্য বায়ুমণ্ডলের  বাহিরে নির্দিষ্ট কক্ষপথে স্থাপিত বিশেষ ধরনের তারবিহীন ট্রান্সমিটার/  রিসিভার সংযুক্ত করে স্থাপিত সেটআপ হলো আধুনিক স্যাটেলাইট । বর্তমানে স্যাটেলাইট ব্যবহৃত হচ্ছে আবহাওয়া পূর্বাভাস, টেলিভিসন সম্প্রচার ও যোগাযোগ , ইন্টারনেট যোগাযোগ এবং বিভিন্ন যোগাযোগমূলক কাজে ।যোগাযোগের জন্য ব্যবহৃত স্যাটেলাইট গুলোকে বলা হয় কমিউনিকেশন স্যাটেলাইট. বিভিন্ন ধরনের গোপন মিশন পরিচালনা জাতীয় নিরাপত্তা সাথে সম্পর্কিত ক্ষেত্রগুলোতে স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবহার করা যায়।