Skip to main content

স্যাটেলাইট কি?


স্যাটেলাইট
স্যাটেলাইট



স্যাটেলাইট

স্যাটেলাইট শব্দের অর্থ উপগ্রহ আমরা জানি চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ তাহলে স্যাটেলাইট বলতে কি নতুন কোনো চাঁদ কে বুঝানো হয় ? আসলে চাঁদ হল পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ আর মানুষ তৈরি করেছে কৃত্রিম উপগ্রহ । যা চাঁদের মতই পৃথিবীকে প্রদক্ষিণ করে , তবে চাঁদ পৃথিবীকে মাসে একবার প্রদক্ষিণ করে। কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীর 24 ঘন্টায় এক দিনে একবার করে প্রদক্ষিণ করে এর কারণ হলো পৃথিবী থেকে উপগ্রহগুলোর দূরত্বের উপর এর পৃথিবীকে প্রদক্ষিণ সময় নির্ভর করে । পৃথিবী থেকে যদি মাত্র 130 মাইল দূরত্বে কোন উপগ্রহ বা স্যাটেলাইট কে স্থাপন করা যায় তাহলে সেটি মাত্র 90 মিনিটে পৃথিবীতে একবার ঘুরে আসতে পারে। চাঁদ পৃথিবী থেকে প্রায় দুইশ চল্লিশ হাজার মাইল দূরত্বে অবস্থিত তাই দূরত্ব অনেক বড় এবং পৃথিবীকে প্রদক্ষিণ এর সময় লাগে এক মাস। কিন্তু কৃত্রিম উপগ্রহ তাদের সেবার সুবিধার্থে পৃথিবী থেকে প্রায় 23 হাজার মাইল দূরত্বে স্থাপন করা যায় যার ফলে এটি পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 24 ঘন্টা।
স্যাটেলাইট
স্যাটেলাইটের ভিতরের ছবি



পৃথিবীর চারদিকে  প্রদক্ষিণের জন্য বায়ুমণ্ডলের  বাহিরে নির্দিষ্ট কক্ষপথে স্থাপিত বিশেষ ধরনের তারবিহীন ট্রান্সমিটার/  রিসিভার সংযুক্ত করে স্থাপিত সেটআপ হলো আধুনিক স্যাটেলাইট । বর্তমানে স্যাটেলাইট ব্যবহৃত হচ্ছে আবহাওয়া পূর্বাভাস, টেলিভিসন সম্প্রচার ও যোগাযোগ , ইন্টারনেট যোগাযোগ এবং বিভিন্ন যোগাযোগমূলক কাজে ।যোগাযোগের জন্য ব্যবহৃত স্যাটেলাইট গুলোকে বলা হয় কমিউনিকেশন স্যাটেলাইট. বিভিন্ন ধরনের গোপন মিশন পরিচালনা জাতীয় নিরাপত্তা সাথে সম্পর্কিত ক্ষেত্রগুলোতে স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবহার করা যায়।

Popular posts from this blog

বারকোড কি জানুন

বারকোড বারকোডঃ বারকোড হল মেশিনে তৈরি এক প্রকার সাংকেতিক কোড। বারকোডের জনক বিজ্ঞানী মোর্স। বড় বড় শপিং মলে শপিং করতে গেলে আপনি দেখবেন জিনিসের সাথে লাগানো একটি ছোট কাগজে  যেখানে দাম লেখা আছে তার একটু ওপরে কালো কালো দাগ দেওয়া থাকে এটি হলো বারকোড । একটি ছোট যন্ত্র কম্পিউটারের সাথে কানেক্ট করা থাকে যার মধ্যে থাকে লাল আলো সেই আলো কালো দাগ গুলোর উপর ধরলেই  কম্পিউটারে জিনিসটির নাম এবং মূল্য চলে আসে । মূলত যাতে বড় কোন হিসাব করতে ভুল না হয় সেজন্য বারকোড ব্যবহার হয় । কিছু বারকোড তৈরীর সাইট লিঙ্কঃ barcodesinc barcode tec-it b arcode

অধ্যায় নং ১ হিসাববিজ্ঞান পরিচিতিঃ মূল্যবোধ সৃষ্টিতে ও জবাবদিহি প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞানের ভূমিকা

নবম দশম শ্রেণীর হিসাববিজ্ঞান ------------------------------------------------------- অধ্যায় নং ১ হিসাববিজ্ঞান পরিচিতিঃ মূল্যবোধ সৃষ্টিতে ও জবাবদিহি প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞানের ভূমিকা ================================== যে শাস্ত্র পাঠ করলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে এর সঠিক ফলাফল পাওয়া যায়,তাকেই হিসাববিজ্ঞান বলা হয়।

কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পার্থক্য

আমাদের কাছে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শব্দটি খুবই কমন। কিন্তু আমরা সবাই হয়ত কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে মৌলিক পার্থক্য গুলো জানি না।  আমি আপনাদের কাছে তুলে ধরবো মৌলিক পার্থক্য গুলো। আমাদের মধ্যে অনেকে আছে যে উচ্চশিক্ষায় কোন বিষয়টি নিয়ে পড়বে তা নিয়ে দ্বিধায় ভোগে। আপনি যদি সেই সিদ্ধান্তহীনতায় বা দ্বিধায় ভোগে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনাকে আপনার দ্বিধা দূর করবে। এই আর্টিকেলটি আপনাকে দিবে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে মৌলিক পার্থক্য গুলো। কম্পিউটার সাইন্স কি? অন্যান্য সাইন্স ডিগ্রী মতো কম্পিউটার সাইন্সে কম্পিউটার থিওরি , অ্যালগোরিদম কম্পিউটেশনাল সিস্টেম এ সব শেখানো হয়।আপনি বলতে পারেন যে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটারের গতিপথ এবং ভবিষ্যৎ কি হবে এবং এর অ্যাপ্লিকেশনগুলি বলবে।এখানে আপনি অনেক প্রোগ্রামিং করবেন বিভিন্ন ভাষার এবং সাথে অনেকগুলো প্রজেক্ট করবেন। কম্পিউটার সাইন্স  প্রোগ্রামে আপনাকে যা শেখানো হবে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ।যেমন সি ,সি প্লাস প্লাস ,জাভা ডিজিটাল ইলেকট্রনিক্স