Thursday, August 30, 2018

সেপ্টেম্বরে ৪০তম বিসিএসের সার্কুলার

40 BCS EXAM DATE

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ৪০তম বিসিএসের সার্কুলার দেয়া হবে। এর আগে ৩৯তম বিসিএসের (বিশেষ) প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার সরকারি কর্মকমিশন (পিএসসি) এই সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।
কিছুদিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৪০তম বিসিএসের চাহিদাপত্র পাঠানো হয় পিএসসিতে। তাতে দুই হাজারের বেশি পদে নিয়োগের কথা আছে। চাহিদাপত্রে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদ ২২৮টি, পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার ৭০টি, পররাষ্ট্র ক্যাডারে সহকারী সচিব ২৫টি, আনসার ক্যাডারে ১২, মৎস্য ক্যাডারে ৩৪৪, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে সহকারী মহা-হিসাবরক্ষক ১৫, শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ের প্রভাষক পদে প্রায় ১ হাজার।
এছাড়া স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন, সহকারী ডেন্টাল সার্জন, কৃষি ক্যাডারের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক, ভেটেরিনারি সার্জন, সহকারী প্রকৌশলী, কর ক্যাডারের সহকারী কর কমিশনার, তথ্য ক্যাডার, রেলওয়ে প্রকৌশল ক্যাডারের নির্বাহী প্রকৌশলী ও সমমানের পদ, ইকোনমিক ক্যাডারের সহকারী প্রধান, রেলওয়ে পরিবহন ও ডাক ক্যাডারে সহকারী পোস্টমাস্টার জেনারেল পদে ৫ শতাধিক কর্মকর্তা নিয়োগের চাহিদার কথা রয়েছে।
অপরদিকে গত ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৭ হাজার ৫৮৩ চাকরিপ্রত্যাশী অংশ নেন। এই বিশেষ বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে। এ সংখ্যা বাড়তে পারে।

সিএ পরীক্ষার ফল প্রকাশ

CA EXAM RESULT




The Institute of Chartered Accountants of Bangladesh কর্তৃক চার্টার্ড একাউন্ট্যান্সি (সিএ) প্রফেশনাল পরীক্ষার (মে-জুন ২০১৮) ফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার এ ফল প্রকাশিত হয় বলে আইসিএবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিস্তারিত তথ্য ও পরীক্ষার ফল আইসিএবির ওয়েবসাইটে www.icab.org.bd পাওয়া যাবে। মোট ৩০ জন পরীক্ষার্থী মে-জুন সেশন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। 

Sunday, August 26, 2018

অধ্যায় ১ হিসাববিজ্ঞান পরিচিতিঃহিসাব তথ্যের ব্যবহারকারী PART-4


অধ্যায়  ১ হিসাববিজ্ঞান পরিচিতিঃহিসাব তথ্যের ব্যবহারকারী PART-4


অধ্যায়  ১ হিসাববিজ্ঞান পরিচিতিঃহিসাব তথ্যের ব্যবহারকারী PART-4
=====================================================


যে শাস্ত্র পাঠ করলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে এর সঠিক ফলাফল পাওয়া যায়,তাকেই হিসাববিজ্ঞান বলা হয়। হিসাবশাস্ত্র বা হিসাববিজ্ঞান বা অ্যাকাউন্টিং হলো একটি প্রতিষ্ঠানের আর্থিক বিবৃতি তৈরী করার বিজ্ঞান।[১][২] হিসাববিজ্ঞানী বা একাউন্টেন্টরা মূলত একটি প্রতিষ্ঠানের সম্পদ, আয়-ব্যয়, দেনা এবং নগদ প্রবাহের বিবরণী অর্থমূল্যে প্রকাশ করে প্রতিষ্ঠানের উন্নত ব্যবস্থাপনা এবং জবাবদিহিতা নিশ্চিত করে। হিসাববিজ্ঞানের মূলনীতিগুলো সাধারণত হিসাব সংরক্ষণ এবং হিসাব নিরীক্ষণে প্রয়োগ করা হয়।[৩]

পণ্য ক্রয়, বিক্রয়, মজুদকরণ, হিসাব নিকাশ, মানব সম্পদ ব্যবস্থাপনাসহ ব্যবসায়ের অন্যান্য হিসাব সংরক্ষনের জটিল এবং ক্লান্তিকর কাজগুলো আজকাল কম্পিউটার সফটওয়্যারের সাহায্যে অনেক দ্রুততার সাথে করা যায়।

অধ্যায় ১ হিসাববিজ্ঞান পরিচিতিঃহিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা PART-2


নবম দশম শ্রেণীর হিসাববিজ্ঞান
-------------------------------------------------------
 অধ্যায়  ১ হিসাববিজ্ঞান পরিচিতিঃহিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা PART-2
==================================
যে শাস্ত্র পাঠ করলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে এর সঠিক ফলাফল পাওয়া যায়,তাকেই হিসাববিজ্ঞান বলা হয়।

অধ্যায় নং ১ হিসাববিজ্ঞান পরিচিতিঃ উৎপত্তি ও ক্রমবিকাশ PART-3



নবম দশম শ্রেণীর হিসাববিজ্ঞান
-------------------------------------------------------
অধ্যায় নং ১ হিসাববিজ্ঞান পরিচিতিঃ  উৎপত্তি ও ক্রমবিকাশ PART-3

==================================
যে শাস্ত্র পাঠ করলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে এর সঠিক ফলাফল পাওয়া যায়,তাকেই হিসাববিজ্ঞান বলা হয়।

অধ্যায় নং ১ হিসাববিজ্ঞান পরিচিতিঃ মূল্যবোধ সৃষ্টিতে ও জবাবদিহি প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞানের ভূমিকা



নবম দশম শ্রেণীর হিসাববিজ্ঞান
-------------------------------------------------------
অধ্যায় নং ১ হিসাববিজ্ঞান পরিচিতিঃ মূল্যবোধ সৃষ্টিতে ও জবাবদিহি প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞানের ভূমিকা

==================================
যে শাস্ত্র পাঠ করলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে এর সঠিক ফলাফল পাওয়া যায়,তাকেই হিসাববিজ্ঞান বলা হয়।

Saturday, August 25, 2018

Grameen Bank Job Circular 2018

The City Bank Limited Job Circular 2018

 


The City Bank Limited Job Circular 2018

The City Bank Limited Jobs Circular Information

Job Summary :
Organization : The City Bank Limited
Post Name : Officer/ Senior Officer
Application Published Date : 20 August, 2018
Job Type : Bank Jobs
Source : Online
Job Location: Chittagong Division, Dhaka
Application Fee : See circular below
Salary : See circular below
Website : www.thecitybank.com
Total Post : See circular below
Application Last Date : August 30, 2018
Job Nature: Full-time
For more information see below this original The City Bank Limited Job Circular 2018

 

 

The City Bank Limited Job Circular 2018

The City Bank Limited Job Circular 2018

 

এসএসসি/দাখিল (ভোক) নবম শ্রেণি সমাপনী পরীক্ষার ফরমফিলাপ ২য় বারের মতো সময় বৃদ্ধি

এসএসসি/দাখিল (ভোক) নবম শ্রেণি সমাপনী পরীক্ষার ফরমফিলাপ ২য় বারের মতো সময় বৃদ্ধি

নিয়োগ সহকারী ম্যানেজার (আই.টি)

Vacancy
1
Job Context
  • স্মারক নং- জ:ফা:/জনবল নিয়োগ/৮১/২০১৭-৩৬ তারিখ : ২৪/০৭/২০১৮ খ্রি :।
  • জয়িতা ফাউন্ডেশনের আওতাধীন বর্ণিত পদসমূহে শর্তপূরণ সাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে শিক্ষানবিশ হিসাবে নিয়োগের জন্য নিন্মোক্ত যোগ্যতাসম্পন্ন আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদন পত্র আহবান করা যাচ্ছে
Job Responsibilities
    N/A
Employment Status
Contractual
Educational Requirements
  • স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিশেষায়িত বিষয়ে ১ম শ্রেণী/সমমানের স্নাতকোত্তর/সমপর্যায়ের ডিগ্রী।
Job Location
বাংলাদেশের যেকোনো স্থানে
Salary
  • টাকা (২২০০০-৫৩০৬০)গ্রেড : ৯

বিমানসেনা নিয়োগ Bangladesh Air Force

joinbangladesh air force,aamarporalekhabd


Employment Status

Full-time

Sunday, August 19, 2018

সাফল্য পেতে পড়ালেখার অভ্যাস কেমন হওয়া উচিত, ছাত্রদের জন্য টিপস

আপনি যদি ছাত্র হয়ে থাকেন তাহলে চিন্তা করুন আপনার পড়ালেখার অভ্যাসটি কেমন তা নিয়ে।
আমি কিছু তথ্য দিয়ে আপনাকে সাহায্য করব যা আপনাকে পড়ালেখায় সাফল্য দ্রুত পেতে রাস্তা দেখাবে আশা করছি।

এক দিকে মনোযোগ দিন অনেক কাজ একসাথে করবেন না 

অনেক কাজ একসাথে করবেন না


আমাদের ব্রেইনটি হৃদয়স্পর্শী । যা একসাথে অনেক গুলো কাজ একসাথে করতে পারে না।
সহজ কথায় বলতে গেলে আমাদের হজম প্রক্রিয়ায় একসাথে অনেক ধরণের খাবার ঢুকলে তার একটি বিপরীত প্রতিক্রিয়া শুরু হয়।
আমরা যদি কার্যকর ভাবে কোন কিছু করতে চাই তাহলে একটা বা দুইটা কাজে ভাল ভাবে মনোযোগ দিব তাহলেই আমরা ভাল কিছু ফল পাব।
তার মানে আপনি পড়ার সময় গান শুনতে পারবেন না। আপনি যখন পড়তে থাকেন তখন আপনার ব্রেইন সর্বচ্চো চেষ্টা করে তা পড়ে আপনাকে সাহায্য করতে , কিন্তু যখন আপনি সাথে আরো
কোন কাজ জুড়ে দেন তখন পড়াটাকে ব্রেইন হালকা করে নেয়। আর পড়াও তেমন কার্যকর ভাবে হয় না।
মনোযোগ কি তা আরো ভাল ভাবে জানতে এই লিখাটি পড়ুন।

ভাল ঘুমান ,ভাল পড়ুন


ভাল ঘুমান

পড়ালেখা আসলে সহজ কাজ নয় । পড়ালেখা করতে ব্রেইনের যে পরিমান পরিশ্রম হয় তা শারিরিক কাজেও হয় না।
আপনি যখন ঘুমাবেন তখন আপনার ব্রেইনটা রিফ্রেস হওয়ার একটি সুযোগ পাবে যা কিনা মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে।
দিনে ৭ থেকে ৬ ঘন্টা ঘুমান।আজকাল অনেকে পড়ার ফাঁকে একটু বিশ্রামের জন্য ফেসবুকে ঢোকেন বা গেম খেলেন, যাতে সত্যিকার অর্থে বিশ্রাম হয় না। তার চেয়ে বরং কর্মক্ষমতা বাড়ায় সেরকম ছোট এক টুকরো ডার্ক চকলেট মুখে দিয়ে পছন্দের গান শুনতে পারেন। বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারেন। এতে করে মাথাটা খালি তো হবেই এবং পড়াশোনায়ও মনোযোগ ফিরে আসবে।


ব্যায়াম

ব্যায়াম


গবেষকরা মনে করেন, শারীরিক পরিশ্রম অর্থাৎ খেলাধুলা বা ব্যায়াম মানসিক চাপ থেকে সহজে মুক্তি দিতে সাহায্য করে। ব্যায়াম বা খেলাধুলা করার ফলে শরীরে হরমোনের প্রকাশ ঘটে কিছুটা অন্যভাবে। আর স্বাভাবিকভাবেই তার সু-প্রভাব পড়ে মনোযোগে। পড়াশুনা করাও সহজ হবে। ছাত্র-ছাত্রীদের পক্ষেও ভালো ফলাফল করা সম্ভব হবে।  

জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে

 স্নাতক প্রথম বর্ষে  ভর্তি ,জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি


জাতীয় বিশ্ববিদ্যালয়



জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে। অনলাইনে এই আবেদন করা যাবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সের ভর্তির আবেদনও হবে একই সময়ে। 

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশিদের সভাপতিত্বে ভর্তি কমিটির সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়। ভর্তি শেষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ১১ অক্টোবর। আর প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে ১৫ অক্টোবর।

 একই অথবা ভিন্ন শিক্ষাবর্ষে কোনো প্রার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) কোর্সে দ্বৈত ভর্তি হলে তাঁর উভয় ভর্তি বাতিল হবে। প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে স্নাতকে ভর্তি করা হয়।

Saturday, August 11, 2018

Italy Master of Science in Management of Sustainable Development Goals (MSDG) Scholarships 2018-2019



Italy Master of Science in Management of Sustainable Development Goals (MSDG) Scholarships 2018-2019

Scholarship Description: Applications are invited for Master of Science in Management of Sustainable Development Goals (MSDG) Scholarship programme for the academic year 2018-2019. Up to 10 scholarships are available for international students.
The Master of Science in Management of Sustainable Development Goals (MSDG) by LUMSA International is a one year international MSc programme in English language of 1st level and it is offered in a blended format to facilitate the participation of both professionals and long-distance students.
LUMSA – Free University Maria Santissima Assunta – is a non-state Italian university of Catholic inspiration. It is the second oldest university in Rome after La Sapienza: its history began with Luigia Tincani in 1939. The LUMSA is part of the national university system and issues degrees that have a legal value equivalent to those of state universities.
Preparation, growth, future together with attention to the student as a person, to teaching, to work and to research are the characteristics of the University.

Degree Level: Scholarships are available to pursue Master degree programme.

Study Subject: Scholarships are awarded to study Master of Science in Management of Sustainable Development Goals (MSDG). This is a Specialized Master program taught entirely in English.

Scholarship Award: On the basis of the selection results could be approved:
  • full scholarship of € 10,000.00
  • 2 advanced scholarships of € 7,000.00
  • 7 partial scholarships of € 5,000.00
Grants will be awarded on the basis of the ranking based on merit

Eligible Nationalities: International students are eligible to apply for this scholarship programme.

Eligibility Criteria: To be admitted students must:
  • Have a Bachelor (*) in Natural/Hard Sciences (Architecture, Biology, Chemistry, Engineering, Mathematics, Physics, Statistics) or in Social Sciences (Anthropology, Comminication, Economics, International Relations, Law, Management, Pedagogy, Political Science, Psychology, Sociology) or in Humanities (History, Languages, Literature, Philosophy, Theology).
  • Prove English language proficiency by means of: (this requirement is waived for candidates whose mother tongue is English)
    – Cambridge FCE or
    – IELTS or
    – TOEFL or
    – Level B of English Knowledge by Certification or oral exam with MSDG commission.
  • Take an interview via Skype with the MSDG Director.
(*) Candidates who don’t have their Bachelor degree at the time of application will be urged to provide convincing evidence that they will be able to comply by September 30, 2018.

Language Requirements: Prove English language proficiency by means of: (this requirement is waived for candidates whose mother tongue is English)
  • Cambridge FCE or
  • IELTS or
  • TOEFL or
  • Level B of English Knowledge by Certification or oral exam with MSDG commission.

Application Procedure: Your admission will be completed after you finalize the first fee instalment and provide:
  1. Copy of your original academic degree (or degrees) or in case you did not yet graduate: A certified statement from your university confirming that you are in the last year of your undergraduate studies.
  2. One of the following English language certificates: (this applies only to non-English mother tongue candidates)
    – Cambridge FCE or
    – IELTS or
    – TOEFL or
    – Level B of English Knowledge by Certification or oral exam with MSDG commission.
Instead of your English-language certificate, you may also upload a screen print with your test results (from the test organisation’s website)
  1. ID Card /Passport (the admission of foreign students is conditional on their obtaining the required VISA).                                                                                                                                                                                                                        Application Form                                                                                    

    Scholarship Link

     

Thursday, August 9, 2018

Applications for MA and PhD Programs Scholarships Ibn Haldun University



scholarships for bangladesh students,Scholarships Ibn Haldun University



We have 100 scholarships to study Master and PhD (Humanities and Social Sciences programs) at Ibn Haldun University in Istanbul, which include:

- Exemption from fees
- Free Dorms
- Breakfast and dinner.
-Transportation to and from the University


Requirements:
1- High-level students (good CGPA)
2- English Certificate (TOEFL or Ibn Haldun University language proficiency test)
3- Strong reference letter

Registration Link (Registration ends on August 10)

http://apply.umran.ihu.edu.tr/tr/Profile/SignIn…
Regards,
Enes Yalman
International Office Director
Ibn Haldun University
Istanbul, Turkey

জয়কলি বাংলা বিচিত্রা -বাংলা বিচিত্রা বাংলা ১ম ও ২য় পত্র

বাংলা বিচিত্রা বাংলা ১ম ও ২য় পত্র

জয়কলি বাংলা বিচিত্রা -বাংলা বিচিত্রা বাংলা ১ম ও ২য় পত্র বই, free books,aamarporalekhabd,free books online,read books online free


HSC ICT BOOK DOWNLOAD- একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই

HSC ICT BOOK DOWNLOAD- একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই



HSC ICT BOOK DOWNLOAD- একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই



HSC ICT BOOK DOWNLOAD- একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই








সহকারী শিক্ষক নিয়োগের আবেদন/প্রবেশপত্র লিংক


সহকারী শিক্ষক নিয়োগের আবেদন/প্রবেশপত্র লিংক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষ অনার্স পরীক্ষার ফল প্রকাশ



জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষ অনার্স পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের ৩য় বর্ষ অনার্স নিয়মিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৩০টি অনার্স বিষয়ে ৬১৩টি কলেজের ১ লাখ ৭৬ হাজার ৫৩১ জন (নিয়মিত) ও ৪২ হাজার ১২৩ জন মানউন্নয়ন মিলে সর্বমোট ২ লাখ ১৮ হাজার ৬৫৪ জন শিক্ষার্থী ২২১টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। ৪র্থ বর্ষে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৫৩ জন উত্তীর্ণের হার ৯৭ দশমিক ৮০ শতাংশ। প্রকাশিত ফল সন্ধ্যা ৭টা থেকে SMS-এর মাধ্যমে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>h3<space> Roll No লিখে 16222 নম্বরে Send করে ফিরতি ম্যাসেজে ফল জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd থেকে জানা যাবে।

পঞ্চমে সমাপনী পরীক্ষা থাকবে না

পঞ্চম শ্রেনীর সমাপনী পরীক্ষা


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, জাতীয় শিক্ষানীতির আলোকে দেশের প্রাথমিক শিক্ষাস্তর হবে অষ্টম শ্রেণি পর্যন্ত। প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীত হওয়ার পরে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আর থাকবে না। তখন অষ্টম শ্রেণি শেষে সমাপনী পরীক্ষা নেয়া হবে।
বুধবার শিক্ষা বিষয়ক সাংবাদিকদের নব-গঠিত সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশ (ইরাব)’ এর কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। পঞ্চম শ্রেণি শেষে ২০০৯ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা চালু করে সরকার। কোমলমতি শিশুদের এই পাবলিক পরীক্ষা বন্ধের দাবি করে আসছেন শিক্ষা সংশ্লিষ্টরা।
প্রাথমিকের শিক্ষা ক্ষেত্রে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে মন্ত্রী বলেন, চাকুরি অনিশ্চয়তায় থাকা ৪২ পুল ও প্যানেল শিক্ষকের চাকুরি স্থায়ী করেছে সরকার। প্রাক-প্রাথমিকে ১৬ হাজার নিয়োগ দেয়া হয়েছে। সাড়ে ৯ হাজার শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে। ১১ হাজার শিক্ষক নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।
প্রাথমিকের শিক্ষক নিয়োগের স্বচ্ছতা ও মান সম্পর্কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, পাবলিক সার্ভিস কমিশন(পিএসসি)’র অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার চাইতে কোন অংশ কম নয় প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার মান। তিনি চ্যালেঞ্জ করে বলেন, ২০ লাখ কেন, দুই কোটি টাকা দিয়েও প্রাথমিক শিক্ষকের নিয়োগ নিশ্চিত করা যায় না। প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ পেতে ২০ লাখ টাকা লাগেÑসম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের এ বক্তব্যের বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগে কোনো ঘুষ লেনদেন হয় না। ২০ লাখ কেন পারলে দুই কোটি টাকা দিয়ে একজন প্রাথমিক শিক্ষকের নিয়োগ অসম্ভব।
মন্ত্রী বলেন, ৬৫ হাজার সরকারি প্রাথমিক স্কুলে ৪ লাখ শিক্ষক ও ৫০ হাজার কর্মী নিয়ে প্রাথমিকের শিক্ষা পরিবার। শুধুমাত্র সরকারি প্রাথমিক স্কুলে ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী লেখাপড়া করছে। প্রাথমিক শিক্ষায় গুণগত মান বৃদ্ধি পায় সেদিকে নজর দিয়েছে সরকার।
মন্ত্রীত্ব গ্রহণের সময়ে ঝরে পড়ার হার ছিল ২০ শতাংশ। যা এখন ১০ শতাংশের নীচে দাবী করে গত ৫ বছর যাবৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একক দায়িত্বে থাকা মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, এখন খুব কম সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়ছে। ঝরে পড়ার হার কমায় দেশে শিক্ষিত মানুষের হার বাড়ছে। তিনি আরো বলেন, পৌরসভা ও মেট্রোপলিটন এলাকাসহ সব শিক্ষার্থীকে উপবৃত্তির সুবিধা দেয়া হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে উপবৃত্তি বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, প্রাথমিকের শিক্ষকদের ইংরেজী শিক্ষার মান বাড়াতে বৃটিশ কাউন্সিলের সহায়তায় বিশেস প্রকল।প চালু করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এর আওতায় শিক্ষকরা বৃটেনে গিয়েও প্রশিক্ষনের সুযোগ পাবেন।
প্রাথমিকের শিক্ষকদের বদলী নীতিমালা সম্পর্কে মন্ত্রী বলেন, বর্তমানে সিটি কর্পোরেশন, পৌরসভা, বিভাগীয় শহরে বদলি হওয়া যায় না। প্রাথমিকের শিক্ষক বদলি নীতিমালা সংশোধরনের কাজ চলছে। এতে করে শিক্ষকদে বদলির পথ সুগম হবে। সহকারি শিক্ষক ও প্রধান শিক্ষকদের গ্রেড আপগ্রেডটেশন করা হবে বলে তিনি জানান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২৬-২৭ অক্টোবর ও ২-৩ নভেম্বর


ভর্তি পরীক্ষা ,বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
Add caption

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-এ ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৬, ২৭ অক্টোবর এবং ২ ও ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd-এ পাওয়া যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-এর জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।  

বেগম রোকেয়ায় ভর্তি পরীক্ষা তারিখ ২-৬ ডিসেম্বর


বেগম রোকেয়ায় ভর্তি পরীক্ষা ,বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সংশোধিত তারিখ ২-৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ভর্তি কমিটির দ্বিতীয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর ও আহ্বায়ক কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা।

ঢাবিতে ১ম বর্ষে ভর্তির আবেদন শুরু ৩১ জুলাই

ঢাবিতে ভর্তি, ঢাবি

সরকারি মেডিকেলে এমবিবিএস ভর্তিতে ৫০০ আসন বাড়ছে

সরকারি মেডিকেলে এমবিবিএস ভর্তি

এমবিবিএস ভর্তি পরীক্ষা ৫ অক্টোবর

এমবিবিএস ভর্তি পরীক্ষা

RU ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিই বহাল

RU ভর্তি পরীক্ষা

কুয়েটে ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর

 কুয়েটে ভর্তি পরীক্ষা, কুয়েট

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষার আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষা


খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষা

ডেটাবেজ ম্যানেজমেন্ট (এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

ডেটাবেজ ম্যানেজমেন্ট


ডেটাবেজ ম্যানেজমেন্ট, Database Management System,ICT,HSC
Data Center


তোমরা কি আগেকার দিনের অফিসগুলো দেখেছ? তখন অফিসে অফিসে কম্পিউটার থাকতো না। একটা টেবিল থাকত আর টেবিলভর্তি একগাদা ফাইলের স্তুপ থাকতো।  কিংবা দেখা যেত টেবিলের পেছনে আলমারিতে রাখা গাদা গাদা ফাইল।
তখন ফাইল ভর্তি কর্মচারীদের বিভিন্ন তথ্য থাকত। এসব ফাইল যারা সামলাতো তারাই বুঝত কাজটা কতটা ঝামেলার। একজন কর্মচারীর তথ্য বের করতে হাজারটা ফাইল ঘাটাঘাটি করা লাগতো।
এখন কিন্তু চিত্র পুরো পাল্টে গেছে। এখনকার অফিসগুলোতে দেখা যায় টেবিলে একটি কম্পিউটার রাখা আর কিছু খাতা কলম। এখন কারো তথ্য বের করতে আর হাজারটা ফাইল ঘাঁটা লাগে না। যার তথ্য বের করা লাগবে তার নামটা লিখে সার্চ দিলেই সব সেকেন্ডের মধ্যে সব তথ্য পাওয়া যায়। আগের তুলনায় কতটা সুবিধাজনক চিন্তা করে দেখেছ?
এই কাজটা সম্ভব হয়েছে ডেটাবেজের মাধ্যমে। আজকে আমরা এই ডেটাবেজ সম্বন্ধেই জানব। কিভাবে ডেটাবেজ এত্ত বিশাল তথ্য সংরক্ষন করে, কিভাবে সেসব তথ্য পাওয়া যায় আর কিভাবেই বা ডেটাবেজ তৈরী করা যায় এসব জানব।

উপাত্ত ও তথ্য (Data & Information)
আমরা প্রায় ডাটা শব্দটি ব্যবহার করি তাই না? উপাত্ত শব্দটি তুলনামূলক কম ব্যবহার করি।
ডাটা মানেই কিন্তু উপাত্ত।
আর ইনফরমেশন মানে তথ্য।
আমরা অনেকেই ডেটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য করতে পারি না। গুলিয়ে ফেলি।
চলো খুব সহজ একটা উদাহরণ দিই। ধরো তোমাকে বলা হলো 204। এই সংখ্যাটি দ্বারা তুমি কী বুঝলে?
আসলে কিছুই বোঝা গেল না তাই না? কারণ সংখ্যাটি যেকোন কিছুই হতে পারে।
এখন তোমাকে যদি বলি যে, রফিকের রোল 204। তাহলে সেটা একটা অর্থ প্রকাশ করছে তাই না?
এখানেই হচ্ছে ডেটা আর ইনফরমেশনের পার্থক্য। ডেটা দিয়ে কোন বিষয় সম্বন্ধে স্পষ্ট ধারনা পাওয়া যায় না। আর ইনফরমেশন দিয়ে ডেটা সম্বন্ধে ধারনা পাওয়া যায়।
যদি একটু বইয়ের ভাষায় বলি তাহলে, সাজানো নয় এমন কিছু বিশৃঙ্খল ফ্যাক্ট হচ্ছে ডেটা।
আর তথ্য হচ্ছে সুশৃঙ্খলভাবে সাজানো ডেটার সমষ্টি।
আশা করি ডেটা আর ইনফরমেশন নিয়ে আর কখনো তোমাদের বিভ্রান্তিতে পড়তে হবে না।

এনটিটি, এট্রিবিউট ও ভ্যালু (Entity, Attribute & Value)


এনটিটি



যেসকল বিষয় বা বস্তুর ডাটা আছে সবই হচ্ছে এনটিটি। যেমনঃ একজন ছাত্র একটি এনটিটি হতে পারে। সেক্ষেত্রে তার ডাটা হতে পারে তার নাম, রোল নম্বর ইত্যাদি।  কতকগুলো এনটিটিকে একসাথে বলে এনটিটি সেট।


এট্রিবিউট



একটি এনটিটির বৈশিষ্ট্য হচ্ছে এট্রিবিউট। যেমনঃ ধরো একজন কাস্টোমারকে যদি আমরা এনটিটি ধরি তাহলে এট্রিবিউট হবে Customer_Name, Customer_City, Phone_Number ইত্যাদি।

এট্রিবিউটকে ফিল্ড ও বলা হয়। যাহাই এট্রিবিউট তাহাই ফিল্ড। পরে আবার বিভ্রান্তিতে পড়ো না কিন্তু!


ভ্যালু 



এনটিটির বৈশিষ্ট্য গুলোকে বলা হয় এট্রিবিউট। আর এট্রিবিউটের মানকেই বলে ভ্যালু। কঠিন মনে হচ্ছে

আচ্ছা একটা উদাহরণ দিইঃ
মনে করো একটা ব্যাংকে কাস্টোমারকে যদি এনটিটি ধরি তাহলে এট্রিবিউট হতে পারে কাস্টোমারের নাম, শহর ইত্যাদি। আর এট্রিবিউটের মান কেই বলে ভ্যালু। যেমনঃ কাস্টোমারের নাম হতে পারে রহিম, করিম ইত্যাদি। আবার শহরের নাম হতে পারে ঢাকা, রাজশাহী ইত্যাদি। সুতরাং এগুলো হচ্ছে ভ্যালু।


ডেটাবেজ (DATABASE)

কোন একটি প্রতিষ্ঠানের সকল ধরনের ডেটা ঐ প্রতিষ্ঠানের ডেটাবেজে সংরক্ষিত অবস্থায় থাকে। ডেটাবেজের মাধ্যমে ডেটাগুলো সুশৃঙ্খলভাবে থাকে এবং সহজে কোন তথ্য খুঁজে  পাওয়া যায়। ডেটাবেজ একটি প্রতিষ্ঠানের ডেটা সুরক্ষিত রাখে।
ডেটাবেজ হচ্ছে বিশাল পরিমাণ ডেটার সমাবেশ।

এখন এই ডেটাবেজ হচ্ছে আবার দুই প্রকারঃ

সাধারণ ডেটাবেজ

শুধুমাত্র একটি ফাইলবা পরস্পর সম্পর্কবিহীন একাধিক ফাইলের সমন্বয়ে সাধারণ ডেটাবেজ গঠিত হয়। এই ধরনের ডেটাবেজে রেকর্ডগুলো তালিকা আকারে থাকে।

সাধারণ ডেটাবেজ ,general database


রিলেশনাল ডেটাবেজ

নাম শুনেই হয়ত বুঝতে পারছো, এই ডেটাবেজের ফাইলগুলো পরস্পর সম্পর্কযুক্ত হয়। এটি ডেটাবেজের সবচেয়ে আধুনিক সংগঠন। যেমন নিচের ফাইল দুইটি দেখ। তাদের মধ্যে সম্পর্ক আছে। তাই তাদের মিলে গঠিত ডেটাবেজের নাম রিলেশনাল ডেটাবেজ।

রিলেশনাল ডেটাবেজ, Relation Database


ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DATABASE MANAGEMENT SYSTEM)

আচ্ছা, ডেটাবেজ তো বুঝলাম। এখন ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আবার কী?
মনে করো, তুমি একটা ডেটাবেজ তৈরী করলে। এখন ডেটাবেজ বানালেই তো হবে না। ডেটাবেজ নিয়মিত রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। অর্থাৎ ধরো, তুমি ক্লাসের ছাত্রদের নিয়ে একটা ডাটাবেজ তৈরী করলে। এখন ধরো, কয়েকদিন পর একজন নতুন ছাত্র ক্লাসে যোগ দিল।
তাহলে তার তথ্য ডেটাবেজে যোগ করা প্রয়োজন। যোগ করাকে বলে ইনসার্ট করা।
একইভাবে কিছু তথ্য ডিলেট করা লাগতে পারে। কিছু তথ্য আপডেট করা লাগতে পারে। অর্থাৎ ডেটাবেজ নিয়মিত রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন।
একেই বলে ডেটাবেজ ম্যানেজমেন্ট।
এখন, ডেটাবেজ ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা। যেমন কিছু জনপ্রিয় সফটওয়্যার হলোঃ
Microsoft Access, Oracle, dBase, Condor, Foxbase, R. Base 4000, Paradox ইত্যাদি।
সফটওয়্যারের মাধ্যমে ডেটাবেজের রক্ষনাবেক্ষন ও পরিচালনা করাকে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলে।


ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর কাজ (Functions of DBMS)


১। ডেটাবেজ তৈরী করা।

২। নতুন রেকর্ড যোগ করা।
৩। রেকর্ড আপডেট করা।
৪। অপ্রয়োজনীয় রেকর্ড মুছে ফেলা।
৫। ডেটা সংরক্ষণ করা।
৬। ডেটার নিরাপত্তা নিশ্চিত করা।
৭। ডেটাবেজের ব্যাকআপ রাখা এবং রিকভারি করা।
৮। প্রয়োজনীয় ডেটাবেজ প্রিন্ট করা।
৯। একসাথে একাধিক প্রবেশকারীর প্রবেশ নিয়ন্ত্রণ করা।
১০। ডেটাবেজের রিপোর্ট তৈরী করা।