Add caption |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের যথাক্রমে:
- ঢাকা কলেজ
- কবি নজরুল সরকারি কলেজ
- সরকারি তিতুমীর কলেজ
- ইডেন মহিলা কলেজ
- বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
- সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
- সরকারি বাঙলা কলেজ
ভর্তিচ্ছু প্রার্থীদের আবেদনের ন্যূনতম যোগ্যতা:
বিজ্ঞান শাখায়
উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের বিজ্ঞান শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক(SSC) ও উচ্চমাধ্যমিক(HSC) অথবা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-এর যোগফল ৭.০।
মানবিক শাখায় উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের মানবিক শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক(SSC) ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় (HSC) (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-এর যোগফল ৬.০।
ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ এবং বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-এর যোগফল ৬.৫ থাকবে হবে।
পরিক্ষা পদ্ধতি
মোট ১০০টি এমসিকিউ থাকবে। এ পরীক্ষায় মোট ১২০ নম্বর ধার্য করা হয়েছে। এর মধ্যে একজন শিক্ষার্থী ন্যূনতম ৪০ শতাংশ (৪৮ নম্বর) পেলে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচ্য হবে।
সাত কলেজের আসন সংখ্যা কলেজ অনুযায়ীঃ
- ঢাকা কলেজ --- ---------------------------------৩৫১৫
- কবি নজরুল সরকারি কলেজ --- --------------১৮২০
- সরকারি তিতুমীর কলেজ --- ------------------৫৬৮০
- ইডেন মহিলা কলেজ ----- ----------------------৪৬৮৫
- বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ----১৩৯৫
- সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ----------১৫৭০
- সরকারি বাঙলা কলেজ -------------------------২৩৫০