Get all Bangladesh job news,suggestion, results education board result, Job Admit Card 2022, Exam Routine 2022, National University Result, SSC Result 2021, Dakhil Result 2021
Thursday, September 13, 2018
Saturday, September 8, 2018
ঢাবির অধিভুক্ত ৭ কলেজে ভর্তি
![]() |
Add caption |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের যথাক্রমে:
- ঢাকা কলেজ
- কবি নজরুল সরকারি কলেজ
- সরকারি তিতুমীর কলেজ
- ইডেন মহিলা কলেজ
- বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
- সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
- সরকারি বাঙলা কলেজ
ভর্তিচ্ছু প্রার্থীদের আবেদনের ন্যূনতম যোগ্যতা:
বিজ্ঞান শাখায়
উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের বিজ্ঞান শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক(SSC) ও উচ্চমাধ্যমিক(HSC) অথবা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-এর যোগফল ৭.০।
মানবিক শাখায় উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের মানবিক শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক(SSC) ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় (HSC) (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-এর যোগফল ৬.০।
ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ এবং বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-এর যোগফল ৬.৫ থাকবে হবে।
পরিক্ষা পদ্ধতি
মোট ১০০টি এমসিকিউ থাকবে। এ পরীক্ষায় মোট ১২০ নম্বর ধার্য করা হয়েছে। এর মধ্যে একজন শিক্ষার্থী ন্যূনতম ৪০ শতাংশ (৪৮ নম্বর) পেলে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচ্য হবে।
সাত কলেজের আসন সংখ্যা কলেজ অনুযায়ীঃ
- ঢাকা কলেজ --- ---------------------------------৩৫১৫
- কবি নজরুল সরকারি কলেজ --- --------------১৮২০
- সরকারি তিতুমীর কলেজ --- ------------------৫৬৮০
- ইডেন মহিলা কলেজ ----- ----------------------৪৬৮৫
- বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ----১৩৯৫
- সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ----------১৫৭০
- সরকারি বাঙলা কলেজ -------------------------২৩৫০
Subscribe to:
Posts (Atom)